ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

ভুল কে আজ দাও ছুটি...

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন

আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২১

আমি জনম জনম চাইব এমন

আমি জনম জনম চাইব এমন
দিনেরি আগমন, যখন তুমি এসে,
খুলে দিয়ে মনের সব ক’টা বাঁধন
ভরিয়ে তুলবে তারে মুক্তির আশ্বাসে।
চিত্ত জানি বদ্ধ এমন এক আবর্তে
যার থেকে পারবনা বেরোতে বাইরে
যতক্ষণ না পারছি প্রতিজ্ঞা করতে
প্রাণ চায় যারে বরণ করব তারে।


জানি বাধা বিপত্তি আসে সহস্র শত
তবু দমলে চলবে না তার সামনে
কারণ কিছুই নেই প্রণয়ের মত
যা দেয় সুখ সতত শয়নে স্বপনে।
প্রেম ব্যতিরেকে জীবন যায় কি গড়া
নাকি প্রাণের বিকাশ হয় প্রেম ছাড়া।


- অরুণ কারফা

আকাশ এখানে অসীম নীল

আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?

কেমন যেন হয়ে আছে আকাশটা

কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রং রঙ্গা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুজছে তোমার ঠিকানা।

মেঘকে স্পর্শ করতে ইচ্ছা করে...

মেঘকে স্পর্শ করতে ইচ্ছা করে।
ইচ্ছা করে খুব ছুঁয়ে দেখতে।
কেমন হবে? তুলার মত নরম? হাত দিতেই পানি হয়ে গলে গলে পড়বে?
হিম শীতল হবে সেই পানি?

চাই না পাখি হতে।
শুধু চাই একবার,
বার বার না,
ঐ শুভ্রতায় হারাতে।
একটা প্রশ্ন নিয়ে!
মেঘকে কি ধরা যায়?
ধরে রাখা যায়?

অধরা থাকুক এই মেঘ।
থাকুক চোখের সীমানায়,
কল্পনার ভেতরে,
অসীমের ওপারে।

কানে হেডফোন। একটানা বেজে চলেছে পলবাসা সিদ্দিকের গান ...

"এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?"

পুনশ্চঃ
কেউ একজন ডাকছে। ফিস ফিস করে।
গভীর নিশ্চুপ মায়ায়। মেঘের আড়াল থেকে।
শুনতে পাচ্ছি।
আমি পরিস্কার শুনতে পাচ্ছি..
Related Posts with Thumbnails